প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা সি কে জাফর শরিফ প্রয়াত

Spread the love
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা সি কে জাফর শরিফ প্রয়াত। রবিবার সকালে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই প্রাক্তন রেলমন্ত্রী। রবিবার সকালে নমাজ পড়তে যাওয়ার জন্য বেরিয়ে গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আইসিইউ’তে বেশ কিছুক্ষণ চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা বিফলে করে মারা গেলেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা।
১৯৭২ সালে উত্তর বেঙ্গালুরু থেকে প্রথম নির্বাচনে যেতেন শরিফ। তারপর ১৯৯৬ সাল পর্যন্ত টানা ওই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন তিনি। ১৯৯১ সালে পি ভি নরসিমা রাও সরকারের মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্বও সামলেছেন সি কে জাফর শরিফ। তাঁর মন্ত্রীত্বের সময় রেলপথের এক উল্লেখযোগ্য সম্প্রসারণ হয়েছিল কর্ণাটকে। জাফরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুণ্ডু রাও। তিনি টুইট করে লেখেন, ” শরিফ ভারতের সফল রেলমন্ত্রীদের মধ্যে অন্যতম৷ বহুবারের সাংসদ ও কেন্দ্রীয় নেতার প্রয়াণে সন্তানহারা হল কর্ণাটক৷ ”
এর আগে শনিবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে থমকে যায় কন্নড় অভিনেতা ও বর্ষীয়ান কংগ্রেস নেতা অম্বরীশের জীবন৷ বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর৷ প্রিয় বন্ধুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত৷ টুইট করে তিনি লেখেন, ‘‘খুব ভালো মনের মানুষ ছিলেন৷ আমার প্রিয় বন্ধু ছিল৷ তোমায় হারিয়েছি আজ৷ খুব মিস করব তোমায়৷ রেস্ট ইন পিস৷’’
অম্বরীশের প্রয়াণে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কর্ণাটক সরকার। পরপর দুদিন দক্ষিণের দুই জনপ্রিয় বর্ষীয়ান কংগ্রেস নেতা মারা যাওয়ায় শোকের ছায়া রাজনৈতিক মহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*