সভা শেষে VHP-র তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়িই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দিন ঘোষণা করবে তারা। তবে শুধুমাত্র রাম মন্দির নয়, চাই অযোধ্যার সম্পূর্ণ বিতর্কিত জমি। আজ এমনাটাই দাবি করলেন VHP সহ সভাপতি, চম্পত রাই।
এদিকে, রাম মন্দির তৈরির জন্য কেন্দ্রের কাছে অর্ডিন্যান্স আনার দাবি জানালেন উদ্ধব ঠাকরে। পাশাপাশি, অযোধ্যায় আসার পিছনে তাঁর কোনও গোপন অভিসন্ধি নেই বলেও জানিয়ে দিয়েছেন ঠাকরে।
Be the first to comment