রবিবার ফজলি পত্রিকা স্মারক পুরস্কার পেলেন কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পবিত্র সরকার, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ভবানীপ্রসাদ মজুমদার, দীপ মুখোপাধ্যায়, রূপক চট্টরাজ, নির্মলেন্দু শাখারু, নিগমানন্দ মণ্ডল প্রমুখ। প্রকাশিত হয় ফজলি অপূর্ব দত্ত সংখ্যা।
দেখুন ছবি-
Be the first to comment