প্রতীকী ছবি,
ছাদে বসে উপভোগ করছেন ফুরফুরে দখিনা হাওয়া। এমন সময় যদি আচমকাই আকাশ থেকে মুখের সামনে এসে নামে এক প্লেট গরম গরম চিকেন ফ্রাই, তবে আরও কয়েক গুণ বেড়ে যাবে না আনন্দ? এটাই হবে আর কয়েক মাস পর থেকে। আকাশপথে ডেলিভারি হবে খাবার।
ড্রোন ২.০-এর ব্যবহারের মাধ্যমেই আঘামী বছরের মার্চ মাস থেকে এমন ঘটবে বলে সূত্রের খবর। সব ঠিক থাকলে আগামী মাসেই চালু হতো এই ব্যবস্থা। কিন্তু কিছু নিরাপত্তাবিধির জন্য তা আপাতত মার্চে হবে বলে ঠিক হয়েছে। আগামী বছর জানুয়ারি মাসেই বাজারে এসে যাবে এই ড্রোণ। তবে ড্রোণকে এই মুহূর্তে কোনও রকম ব্যবসায়িক কাজে লাগানোর জন্য ব্যবহার করা যাবে না।
বিমান মন্ত্রী জয়ন্ত সিংহ বলেন, “আমরা ডিসেম্বরে এটা লঞ্চ করানোর জন্য খাটছি সকলে। এর ফলে প্রযুক্তি এক ধাক্কায় অনেকটা এগিয়ে যাবে। ড্রোনটি চোখের আড়ালে চলে গেলেও কী করে অটোম্যাটিক্যালি কাজ করানো যাবে, সে বিষয়েও ভাবনাচিন্তা আছে আমাদের। আর এটা করতে পারলেই কোনও জিনিস ডেলিভারি করা সহজ হয়ে যাবে।”
Be the first to comment