ছত্তিশগড়ের সুকমায় গুলির লড়াইয়ে মৃত ৮ মাওবাদী, শহিদ ২ জওয়ান

Spread the love
দফায় দফায় মাওবাদী হামলা চলছেই ছত্তিসগড়ে ৷ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনও নক্সাল হুমকি ছিল, হামলাও হয়েছে ইতিউতি ৷ সোমবার ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ের সুকমায় ৷  মাওবাদী হামলায় কেঁপে উঠল ছত্তিসগড় ৷ মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় সকাল থেকেই শুরু হয়েছে মাওবাদী ও নিরাপত্তরক্ষীদের মধ্যে গুলির লড়াই ৷ কিস্তারাম থানার অন্তর্গত সাকলরে সকাল ৮টা থেকে শুরু হয় এনকাউন্টার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জঙ্গির ৷ শহিদ হয়েছেন দুই ডিআরজি জাওয়ান ৷
এ বিষয় এখনও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না ৷ যদিও সুকমার এসপি অভিষেক মিনা ঘটনার সত্যতা স্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন যে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি সরানোর কাজ চলছে ৷ এখনও এলাকায় গুলির লড়াই চলছে বলেই জানা যাচ্ছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*