তবে কি এবার দীপিকার মুখোমুখি দাঁড়াতে চলেছেন ক্যাটরিনা? পড়ুন!

Spread the love
ইতালিতে রূপকথার মত বিয়ে, বেঙ্গালুরুতে রাজকীয় রিসেপশনের পর বলিটাউন এবার অপেক্ষা করে রয়েছে দীপিকা আর রণবীরের মুম্বই রিসেপশনের জন্য ! গোটা ইন্ডাস্ট্রিই নিমন্ত্রিত থাকবে সেদিন! তবে অতিথি তালিকায় এমন একজন রয়েছেন, যাঁকে নাকি নিমন্ত্রণ করতে চাননি দীপিকা। অথচ রণবীর নাকি দীপিকার কথা না শুনে, যেচে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।
বিস্বস্ত সূত্রের খবর, দীপিকা নাকি চাননি, তাঁর বিয়েতে ক্যাটরিনা কেফ আসুক! দু’জনের ব্যক্তিগত সম্পর্ক একেবারেই ভাল নয়! কারণ ? দু’জনেই রণবীর কাপুরের প্রাক্তন গার্লফ্রেন্ড।
তবে দীপিকা না চাইলেও ক্যাটরিনাকে নাকি নেমন্তন্ন করেছেন রণবীর সিং। মাত্র চার দিন আগে তাঁর কাছে নিমন্ত্রণ পত্র পৌঁছেছে । এখানেই শেষ নয়, রণবীর ব্যক্তিগত ভাবে তাঁকে মেসেজ করেও আমন্ত্রণ জানিয়েছেন। তবে বিয়েতে আসার জন্য দীপিকা নাকী ক্যাটরিনাকে ব্যক্তিগতভাবে কোনও মেসেজ পাঠাননি। এখন ক্যাটরিনা কী আসবেন রিসেপশনে ? মুখোমুখি দাঁড়াবেন দীপিকার ? সেটা সময়ই বলবে!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*