ভোটের লাগিয়া কী না করতে হয়! সব রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারের মন জয়ে কোনও কিছুই বাদ রাখছেন না। তবে সক্কলকে টেক্কা দিয়েছেন মধ্যপ্রদেশের আমজন পার্টির শরদ সিং কুমার। তাঁর নির্বাচনী প্রতীক জুতো। তিনি ভোটারদের জুতো পালিশ করে দিচ্ছেন। তাঁর ধারণা, তাঁর প্রতীকের এহেন ব্যবহার কেল্লা ফতে করবে। শরদ জানান, জুতো ছিল ফ্রি সিম্বল। সেটা যে কেউ নিতে পারত। কেউ নেয়নি। এখন জুতোই তাঁর ভাগ্য ফেরাবে।
তবে একা শরদই নন, তেলেঙ্গানার কোরুতলা কেন্দ্রের নির্দল প্রার্থী আকুলা হনুমন্থও কম যান না। তিনি দোরে দোরে বিলোচ্ছেন চটি। বলছেন, প্রতিশ্রুতি না রাখতে পারলে ওই চটি দিয়ে মারবেন।
Be the first to comment