মধ্যপ্রদেশের ইন্দোরে জনসভা করতে গিয়ে শহরের মহিলা মেয়রের সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। সেই নিয়ে শুরু হয়েছে আন্দোলন। বিজেপির দাবি, অবিলম্বে সিধুকে ক্ষমা চাইতে হবে। ইন্দোরের মেয়র মালিনী লক্ষ্মীসিং গৌড় সম্প্রতি শহরে উচ্ছেদ অভিযান চালিয়েছেন। তার সমালোচনা করতে গিয়ে সিধু বলেন, তালি ঠোকো আউর মহাপুর কো ঠোকো। অর্থাৎ তালি বাজাও এবং মেয়রকে মার।
সিধুর অভিযোগ, মেয়র কোনও ক্ষতিপূরণ না দিয়েই উচ্ছেদ করেছেন। কিন্তু তিনি যে ভাষায় মহিলা মেয়রকে আক্রমণ করেছেন, তার নিন্দা করেছেন অনেকে।
Be the first to comment