এটিএমের ডাকাতি রুখে দিলেন এক নিরাপত্তা রক্ষী। লুঠে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হন তিনি। মার খেয়েও কোনো অবস্থাতেই হাল ছাড়েননি ওই নিরাপত্তা রক্ষী। জানা গিয়েছে আহত রক্ষীর নাম দিলীপ তিওয়ারী। ঘটনাটি ঘটেছে দিল্লির মাজরা ধাবা এলাকা। জানা গিয়েছে, সেখানকারই একটি এটিএমে আচমকাই হামলা চালায় ২ দুষ্কৃতী। এটিএমে লুঠ হচ্ছে দেখে বাধা দিতে এগিয়ে আসেন নিরাপত্তারক্ষী দিলীপ। আর তখনই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে দুই বাইক আরোহী। দুষ্কৃতীরা বেধড়ক মারতে শুরু করে তাঁকে। কিন্তু, হাল ছাড়েননি ওই নিরাপত্তারক্ষী। দিলীপ বাবুর চিতকার শুনে আশেপাশের লোকজন বেরিয়ে এলে তাঁর পায়ে গুলি করে পালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ নিরাপত্তা রক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
Be the first to comment