কংগ্রেসকে বাদ দিয়েই উত্তরপ্রদেশের আসনরফা চূড়ান্ত করে ফেলল সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদল। কংগ্রেসের জন্য রাখা হয়েছে রায়বেরেলি ও আমেথি কেন্দ্র দুটি। সরকারিভাবে কোনও ঘোষণা না হলেও তিনটি দলই ঘনিষ্ঠ মহলে এই আসন ভাগাভাগির কথা স্বীকার করেছে।
এই পরিস্থিতিতে কংগ্রেসেক ঙয় একা লড়তে হবে, নয়তো অন্য কোনও ছোট দলের সঙ্গে জোট বাঁধতে হবে। সমঝোতা অনুযায়ী, ৮০টি লোকসভা আসনের মধ্যে বিএসপি লড়বে ৩৮টি আসনে, সপা লড়বে ৩৭টিতে, আরএলডি তিনটিতে। সমাজবাদী নিষাদ পার্টি ও পিস পার্টির জন্য আসন ছাড়তে পারে। রাষ্ট্রীয় লোকদলকে কৈরানা, মুজফফরনগর, বাগপত ও মথুরার মধ্য়ে তিনটি বাছতে বলা হবে।
কংগ্রেসের জন্য অনেক দিন অপেক্ষার পর তিনটি দল আলাদা সমঝোতা করে নিয়েছে। বোঝাপড়া সত্ত্বেও কংগ্রেস গুজরাতে এসপিকে পাঁচটি আসন ছাড়েনি। একই ব্যবহার করা হয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও। ফলে উত্তরপ্রদেশে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা বাড়ছে।
Be the first to comment