চন্দননগরের হরিদ্রাডাঙায় গুলিতে খুন হলেন এক যুবক। আজ সকালে হরিদ্রাডাঙার মান্না পুকুর লেনে পুরসভার ডাস্টবিনের পাশে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
চন্দননগর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁরা জানান, বুকে গুলি লেগেই মৃত্যু হয়েছে তাঁর। প্রাথমিক ভাবে তাঁর নাম পরিচয় জানা না গেলেও পরে পুলিশ জানতে, চুঁচুড়ার লেনিননগরের বাসিন্দা ওই যুবকের নাম বাবলা দাস (২৮)। রঙের কাজ করতেন তিনি। বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফিরে যাননি।
কাল গোটা রাত তাঁকে খোঁজাখুঁজি করে তার পরিবার। এরপর আজ সকালে পুলিশের কাছ থেকে তাঁর স্ত্রী জানতে পারেন গুলিতে খুন হয়েছেন বাবলা। কী কারণে তাঁকে খুন করা হল তা তার পরিবারের কাছে স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান বাদলের পিসতুতো দাদা কালু এলাকার পরিচিত দুষ্কৃতি। তার সঙ্গে শত্রুতার জেরে কেউ তার ভাইকে সরানোর ছক করতে পারে। আবার বন্ধুদের সঙ্গে বচসার জেরে এই ঘটনা কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। তাই কাদের সাথে বাবলা মেলামেশা করতেন তার খোঁজ চলছে।
হরিদ্রাডাঙার বাসিন্দাদের দাবী এলাকাটি নিরিবিলি হওয়ায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে। খুনের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা।
Be the first to comment