ছবি সৌজন্যে- এএনআই
বিরোধীদের মহাজোটে বৃহস্পতিবার যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিহারের রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রধান উপেন্দ্র কুশওয়াহা। বিজেপি নেতৃত্বাধীন জোটকে ‘ঔদ্ধত্য’র জোট অভিযোগ তুলে গত সপ্তাহেই ত্যাগ করেছিলেন তিনি। দিল্লির এআইসিসি বা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন তিনি। এদিন ঘোষণার সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আহমেদ পটেল।
এছাড়া, তাঁর এই ঘোষণার সময় উপস্থিত ছিলেন শক্তিসিং গোয়েল, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব এবং বিরোধী দলনেতা শরদ যাদব। “বিহারে একটি জোট হয়েছে। উল্লেখ্য, গতকালই উপেন্দ্র কুশওয়াহা বলেছিলেন, দেশের একজন অতি শক্তিশালী এবং অভিজ্ঞ নেতা হিসেবে উঠে আসছেন রাহুল গান্ধী এবং আগামী বছর নরেন্দ্র মোদীর জায়গায় প্রধানমন্ত্রী পদে বসার জন্য তিনি যোগ্য মুখ।
Be the first to comment