২০১৮-এর টাইম ম্যাগাজিনে বিশ্বের সবথেকে প্রভাবশালী টিনএজারের তালিকায় জায়গা করে নিল তিন ভারতীয় বংশোদ্ভূত। এদের মধ্যে দুজন আমেরিকা প্রবাসী এবং একজন গ্রেট ব্রিটেন প্রবাসী। আমেরিকা প্রবাসী দুই ভারতীয় টিনএজারের নাম কাব্য কোপ্পারাপু, ঋষভ জৈন। গ্রেট ব্রিটেন প্রবাসীর নাম অমিকা জর্জ। গোটা বিশ্বজুড়েই এদের কাজের ইতিবাচক প্রভাব পড়েছে ২০১৮ সালে।
জানা গিয়েছে, অষ্টম শ্রেণীতে পড়া ঋষভ জৈন অরিগনের বাসিন্দা। এই বয়সেই সে এমন একটি অ্যালগরিদমের সৃষ্টি করেছে যা অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী বলে মনে করা হচ্ছে। তার তৈরি সফটওয়্যারটি অগ্ন্যাশয়ের ঠিক কোন জায়গায় ক্যানসারটি হয়েছে, তা অনেক যথাযথভাবে দেখিয়ে দিতে পারবে।
১৮ বছর বয়সী কাব্য কোপ্পারাপু এমন একটি বিশেষ কম্পিউটার প্রযুক্তি তৈরি করেছে, যার ফলে মস্তিষ্কের ক্যানসারের চিকিৎসার বিপুল পরিবর্তন হতে পারে। সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।
এছাড়া ১৯ বছর বয়সী অমিকা জর্জ কাজ করেছে মহিলাদের ঋতুস্রাব নিয়ে। স্যানিটারি ন্যাপকিন কিনতে পারে না যে যুবতী, তরুণী বা মহিলারা, তাদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণের জন্য একটি সঞ্চয় প্রকল্প তৈরি করেছে সে। শুরু করেছে ‘ফ্রি-পিরিয়ড’ নামের একটি ক্যাম্পেনও।
Be the first to comment