৭ বছরের শিশুর উপর চললো অকথ্য অত্যাচার ও ধর্ষণ

Spread the love

দিল্লি গাজীপুরের ব্যস্ত বাজারে হঠাৎ মর্মান্তিক দৃশ্য। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উলঙ্গ শিশু, ক্ষতবিক্ষত তার শরীর। স্থানীয় লোকজন ছুটে যায় শিশুর কাছে। লোকজন দেখেই ঘটনাস্থলে  অজ্ঞান হয়ে পড়ে যায় সে। হাসপাতালে ভর্তি করলে জানা যায়, শিশুর উপর চলেছে অকথ্য অত্যাচার ও ধর্ষণ। শিশুর বয়স মাত্র সাত।

দিল্লির বুকে ফের আরও একটি ধর্ষণের ঘটনা। সাত বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করেছে তারই প্রতিবেশী বলে অভিযোগ। পুলিশকে দেওয়া শিশুর বয়ান অনুসারে, মঙ্গলবার একটি বাড়ির ছাদে নিয়ে গিয়ে শিশুর উপর অত্যাচার চালায় প্রতিবেশী। প্রথমে ধর্ষণ, তারপর চলে অকথ্য অত্যাচার। আতঙ্কিত শিশু বয়ান দিতে গিয়েই বার বার সংজ্ঞাহীন হয়ে পড়ে বলে পুলিশ সূত্রে খবর। তবে অভিযুক্তকে চিহ্নিত করতে পেরেছে সে।

দিল্লির গাজীপুরের ওই বাড়ির ছাদের ঘরে শিশুর উপর অত্যাচার চলে বলে জানা যাচ্ছে। বিকৃত লালসার শিকার হয় খুদে। তার সারা শরীরে আঘাতের দাগ। গোপনাঙ্গেও ক্ষত চিহ্ন স্পষ্ট। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী শিশুকে অনেকবার ধর্ষণ করা হয়েছে। শিশু জানাচ্ছে, অত্যাচারের পর তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার ভয় দেখায় অভিযুক্ত। মুখ খুললেই শিশুকে ফেলে দেওয়া হবে বলে হুমকি দেয়। অপরাধী ঘটনাস্থল থেকে চলে গেলে জখম অবস্থায় ছাদ থেকে নামে শিশুটি। রাস্তা পেয়েই চলতে শুরু করে। তখনই তাকে উদ্ধার করা হয়।

অভিযুক্তর বিরদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পরই এলাকা থেকে চম্পট দেয় সে। চলছে পুলিশের তল্লাশি। হাসপাতালে ভর্তি শিশুর অবস্থা আশঙ্কাজনক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*