১০টি কেন্দ্রীয় সংস্থাকে দেশের যে কোনও তথ্য ঘেঁটে দেখার অনুমতি দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

Spread the love

১০টি কেন্দ্রীয় সংস্থাকে দেশের যে কোনও কম্পিউটারের তথ্য দেখা, নজরদারি করা, সেখান থেকে পাঠানো বা পাওয়া বা সংরক্ষিত যে কোনও তথ্য ঘেঁটে দেখার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বলা হয়েছে, সিবিআই, এনআইএ, র, আইবি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডায়রক্টরেট, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, ডিরেকটরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স, দিল্লির পুলিশ কমিশনারকে এই অধিকার দেওয়া হয়েছে।

নির্দেশে আরও বলা হয়েছে, কম্পিউটার ব্ভহারকারী কিংবা তার স্রভিস প্রোভাইডার তদন্তে সবরকম সাহায্য করতে বাধ্য থাকবে। না হলে সাজা হবে সাতবছরের জলে ও জরিমানা। তথ্যপ্রযুক্তি আইনে বলা রয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে, সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে, অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বা কোনও তদন্তে সাহায্য করতে প্রয়োজনে যে কোনও সংস্থাকে এই অধিকার দিতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*