রাজডাঙায় রাস্তা যেন যন্ত্রণা। কোথাও কাটা। কোথাও আবার রাস্তায় শুধুই ইটের খোয়ার প্রলেপ। দিন রাত ধুলোয় ধুলো। কবে শুরু হবে মেরামতি? মেয়র জানিয়েছেন, পরিবেশ আদালত সময় দেওয়ায়, আজ, শুক্রবার থেকেই কাজ শুরু।
এই পথ-যন্ত্রণা খাস কলকাতায়। কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ড। কসবার রাজডাঙা এলাকা। এখানকার বেশিরভাগ রাস্তারই গত এক বছর ধরে নাকি এমন হাল। এ বছর শুরুর দিকে, খোলা নর্দমা বন্ধ করে, মাটির নীচে নিকাশী ব্যবস্থা চালু করতে রাস্তাগুলি খোঁড়া হয়। অভিযোগ, এর জেরে বর্ষায় ব্যাপক ভুগতে হয় এলাকাবাসীকে। বর্ষা কেটে গেছে অনেক দিন, পুজোও চলে গেছে। শহরে এখন শীত। কিন্তু, রাজডাঙার রাস্তার একই হাল।
গত, অক্টোবরের শুরুতে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয়, কলকাতার রাস্তায় আগুন জ্বালিয়ে মেরামতির কাজ করা যাবে না। হট মিক্স প্ল্যান্ট থেকেও দূষণ ছড়ায়। তাই সেগুলি বন্ধের নির্দেশ দেয় আদালত। আধুনিকীকরণের মাধ্যমে প্ল্যান্টগুলিকে পরিবেশবান্ধব করতে সময় চায় কলকাতা পুরসভা। সেই মতো, গত সপ্তাহে পুর কর্তৃপক্ষকে চার মাস সময় দেয় আদালত।
এ দিকে, বৃহস্পতিবার, শহরের রাস্তার উন্নয়ন, সৌন্দর্যায়ন নিয়ে বৈঠক হয় পুরসভায়। এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, আদালত সময় দেওয়ায় শুক্রবার থেকে রাজডাঙায় রাস্তা মেরামতির কাজ ফের শুরু হবে।
Be the first to comment