সিগারেট ছাড়তে সমস্যা হচ্ছে? বিশেষ অ্যাপ আনছে খড়্গপুর আইআইটি

Spread the love

ধূমপান ছাড়তে গিয়ে কালঘাম ছোটার জোগাড়। বহু চেষ্টাতেও অনেকেই এই মারণ নেশা ছাড়তে পারেন না। তাঁদের জন্য এবার বিশেষ ধরনের অ্যাপ আনতে চলেছে খড়গপুর আইআইটি। গবেষকদের দাবি, এই অ্যাপ ব্যবহার করলে সুফল মিলবে।

সিগারেটের প্যাকেটের গায়ে বিধিবদ্ধ সতর্কীকরণ লেখা থাকে। ধূমপানের ভয়াবহতা বোঝাতে দেওয়া থাকে ছবিও। তা সত্ত্বেও সুখটানে বিরাম নেই। রাজপথ, চায়ের দোকান হোক বা বাড়ি। ছবিটা প্রায় একই রকম। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের হিসেব অনুযায়ী-
-ভারতে ধূমপায়ীর সংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষ -বিশ্বের নিরিখে মোট ধূমপায়ীর ১২ শতাংশের বাস এদেশে -৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষই ধূমপানে আসক্ত -প্রতি বছর ধূমপানের কারণে মারা যান দশ লক্ষ মানুষ।

মানুষকে সিগারেটের নেশা ছাড়াতে খড়গপুর আইআইটিতে জোরকদমে গবেষণা চলছে। রাজেন্দ্র মিশ্র স্কুল অফ ইনজিনিয়রিং এন্টারপ্রেনারশিপের কয়েকজন অধ্যাপক ও গবেষক একটি বিশেষ ধরনের অ্যাপ তৈরিতে ব্যস্ত। হাতের রিস্ট ব্যান্ডের সঙ্গে অ্যাপের সংযোগ থাকবে -হাতের মুভমেন্টের সঙ্গে কাজ করবে এটি -সিগারেট ধরালেই নির্বাচিত লোকজনের কাছে পৌঁছে যাবে বার্তা -তাঁরাই ধূমপান থেকে বিরত থাকার জন্য সতর্ক করবেন।

শুধু ধূমপান রোধেই নয়, লাইফ স্টাইল বদল করতেও উপযোগী হবে এই অ্যাপ।
গবেষকদের আশা ছ’মাসের মধ্যে এই অ্যাপটি তৈরি হয়ে যাবে। যার দাম থাকবে নাগালের মধ্যেই। ফলে অনেকেই অ্যাপ ব্যবহার করে সুস্থ জীবন যাপন করতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*