অবশেষে মুক্তি পেল বহু প্রতিক্ষীত ছবি ‘জ়িরো’। এক ঝলকে দেখে নেওয়া যাক, ছবির বিভিন্ন প্যারামিটারগুলোকে।
গল্প
এক বিয়ে পাগল ৩৮ বছর বয়সী পুরুষ ‘বউয়া সিং’-কে নিয়ে গল্প শুরু। বামন হওয়ার জন্য মেয়ে খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য তার জন্য। একদিকে সে বিয়ের জন্য মেয়ে খুঁজছে। সেই খোঁজের মাধ্যমেই বউয়ার জীবন আসে আফিয়া ইউসুফজায়ি(অনুষ্কা শর্মা)। অন্যদিকে সে বিখ্যাত অভিনেত্রী ববিতা কুমারী(ক্যাটরিনা কাইফ) বিশাল বড় ফ্যান। তার সঙ্গে প্রেম করা বউয়ার স্বপ্ন। গল্পটা বেশি ভেঙে বলা উচিৎ নয়। তাই বাকিটা ছেড়ে রাখলাম দর্শকের জন্য।
সাম্প্রতিককালে শাহরুখের করা চরিত্রগুলোর মধ্যে ‘বউয়া সিং’-এর চরিত্রটা সবথেকে প্রাণবন্ত, এই নিয়ে কোনও সন্দেহ নেই। এই চরিত্রে শাহরুখের অভিনয় মনে থেকে যাবে দর্শকের। বউয়া যেমন হাসাবে, তেমনই প্রেমে পড়তেও শেখাবে দর্শককে। আফিয়ার চরিত্রে অনুষ্কা এক কথায় অনবদ্য। কোনও ভুলই ধরা যায় না তাঁর অভিনয়ে। সেরিব্রাল পলসি আক্রান্ত আফিয়া চরিত্রটি এই ছবির সবথেকে কঠিন চরিত্র। সেই কাজে অনুষ্কা ফুল মার্কস দেওয়া যায়। আর ববিতা কুমারী রূপী ক্যাটরিনা নিজেকে উজার করে দিয়েছেন চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, অভিনয়ের জন্যও তাঁকে মনে থাকবে দর্শকের।
ছবির নির্মাতারা স্পেশাল এফেক্টের দিকে অনেক নজর দিয়েছেন সন্দেহ নেই। আর তার জন্য তাদের স্যালুট জানানো উচিৎ। তবে ছবির প্রথম ভাগে যে টানটান উত্তেজনা অনুভব করা যায়, দ্বিতীয় ভাগে কিছুটা হলেও খেই হারিয়ে ফেলেছেন পরিচালত আনন্দ.এল.রাই।
সামগ্রিকভাবে বলতে গেলে, ‘জ়িরো’ দেখতে যাওয়া উচিৎ। আর কিছুর জন্য না হলেও, শাহরুখ-অনুষ্কা-ক্যাটরিনার অভিনয় দেখার জন্য সিনেমা হল পর্যন্ত যাওয়াটা নেহাৎ নগন্য।
Be the first to comment