পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ৬ জঙ্গি

Spread the love

জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে ৬ জঙ্গিকে খতম করল সেনা জওয়ানরা৷ এরা সবাই জাকির মুসার নেতৃত্বে জঙ্গি সংগঠন আনসার গজওয়াত উল হিন্দের সদস্য৷ সোলিহা মহম্মদ নামে মৃত এক জঙ্গির পরিচয় জানা গিয়েছে৷ শনিবার ভোরে কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের অবস্থানের গোপন খবর পেয়ে তল্লাশি চালায় সেনা৷ তখনই শুরু হয় সংঘর্ষ৷ এখনও চলছে গুলির লড়াই৷

বর্তমানে পুলওয়ামায় জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ এমনিতেই সেনার জঙ্গিদমন অভিযানে ৭ সাধারণ মানুষের মৃত্যুতে উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি ৩ দিন ধরে ধর্মঘটের ডাক দিয়েছে ঘটনার প্রতিবাদে৷

গত ১৫ ডিসেম্বর পুলওয়ামা জেলাতেই জঙ্গি দমন অভিযানে ৩ জন জঙ্গির সঙ্গেই মৃত্যু হয় ৭ জন সাধারণ নাগরিকেরও৷ ৩ জঙ্গির মধ্যে একজন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন জওয়ান জারুর আহমেদ ঠোকার৷ ২০১৭ সালের জুনে ভারতীয় সেনাবাহিনী ছেড়ে সে যোগ দিয়েছিল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*