শীতের কাশ্মীর মানেই সড়কে লরি-গাড়ির লম্বা লাইন। থমকে যান চলাচল। আটকে ঘুরতে আসা হাজার হাজার পর্যটক। সৌজন্যে মোটা বরফের চাঁই রাস্তার এদিক-ওদিক। দুধ সাদা তুষারপাত তখনই যেন আতঙ্কে পরিণত হয়। এবার সেই আতঙ্ক রোমাঞ্চে পরিণত হচ্ছে ভারতীয় রেলের হাত ধরে। শুরু হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীরের উইন্টার ট্রেন রাইড। বারামুল্লা-বনিহাল পর্যন্ত ছুটবে সেই এক্সপ্রেস ট্রেন। দুই দিকের অসম্ভব সুন্দর পাহাড়, উপত্যকা দেখতে দেখতে যাত্রীরা উপভোগ করবেন ট্রেন যাত্রা। সম্প্রতি নিজের ট্যুইটারে উইন্টার রাইডের ভিডিও প্রকাশ করেছেন রেল মন্ত্রী পীয়ূষ গোয়েল। ফুটেজ দেখলেই বুঝবেন কতটা রোমাঞ্চকর হবে এই উইন্টার রাইড।
পুরু বরফের মাঝে এই ট্রেন ছুটবে গতিতে। তিন ঘণ্টায় এই ট্রেন রাইডের খরচও খুব বেশি নয়। জম্মু-কাশ্মীর সফরে এবার বাধা হবে না শীত। কারণ, এই উইন্টার রাইডকেই পর্যটনের নতুন পালক হিসেবে প্রচার করছে রেল। অত্যাধুনিক সিট ও জানালায় সেজেছে বারামুল্লা-বানিয়ার এক্সপ্রেস ট্রেন। কাঁচের জানালা দিয়ে কুচি কুচি বরফের অবিরাম ধারা উপভোগ করতে পারবেন যাত্রীরা। পর্যটকরা শীতের কাশ্মীরে ঘুরতে এসে তুষারপাতের জেরেই আটকে পড়েন। সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পর্যটকদের গাড়ি-বাস। সেই সমস্যা সমাধানেই এই এক্সপ্রেস ট্রেন। যেখানে ট্রেনে করেই নিজের সফর সূচীর কিছুটা ঘুরে ফেলতে পারবেন পর্যটকরা। উদ্দেশ্য ছাড়াও ট্রেনে চেপে বরফ ঢাকা উপত্যকার মজা নিতে পারবেন।
Be the first to comment