গড়িয়াহাটে ভয়াবহ আগুন, গড়িহাট মোড়ের বহুতল পুড়ে ছাই

Spread the love

বাগরি মার্কেটের স্মৃতি উস্কে আবারও রাতের শহরে ভয়াবহ আগুন। গড়িয়াহাট মোড়ের বহুতলে আগুন। বহুতলের ৩ তলা পর্যন্ত পুড়ে ছাই ট্রেডার্স অ্যাসেম্বলি-সহ একাধিক দোকান। শনিবার রাতে পৌনে একটা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান দমকলকর্মীরা ৷ পরে ঘটনাস্থলে আসে আরও ৭টি ইঞ্জিন আসে। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু ও দমকলের ডিজি।

ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে আগুন নেভানোর কাজ। বহুতলের চারটি ব্লকে ২২টি পরিবার থাকত। অগ্নিকাণ্ডের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বহুতলে। বাসিন্দাদের নিরাপদেই নামিয়ে আনা হয়। ফুটপাথের ফিডার বক্স থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে দমকলের অনুমান। ট্রেডার্স অ্যাসেম্বলি-সহ একাধিক দোকানের বিরুদ্ধে গ্রাউন্ড ফ্লোরে বেআইনিভাবে নির্মাণের অভিযোগ।

এদিকে তখনই ওই রাস্তা দিয়ে শো করে ফিরছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। এমন ভয়াবহতা দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি ৷ গাড়ি থেকে সবার মাঝেই নেমে পড়েন কাঞ্চনা ৷ সবাইকে জানানোর জন্য ফেসবুকে লাইভ করতে শুরু করেন ৷

দেখে নিন কাঞ্চনা মৈত্র’র সেই ফেসবুক লাইভ

Posted by Kanchana Moitra on Saturday, January 19, 2019

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*