গীতা দত্ত
(জন্ম: ২৩ নভেম্বর ১৯৩০ – মৃত্যু: ২০ জুলাই ১৯৭২) তিনি একজন বাঙালি সঙ্গীতশিল্পী, মূলত ১৯৫০ এবং ১৯৬০এর দশকে হিন্দি ছবিতে নেপথ্য সঙ্গীত এবং বাংলা আধুনিক গান গাওয়ার জন্য বিখ্যাত।
.
তিনি এবং লতা মঙ্গেশকর ১৯৫০এর দশকে দুই প্রধান নেপথ্যসঙ্গীত গায়িকা ছিলেন।হিন্দি গান ছাড়াও গীতা দত্ত গুজরাটি ছবিতেও প্রধান নেপথ্য গায়িকা ছিলেন। তিনি গুজরাটি ভাষায় বিখ্যাত সুরকার অবিনাশ ব্যাসের সুরে বেশ কিছু গান গেয়েছিলেন। ১৯৫০ দশকের শেষ এবং ১৯৬০এর দশকের শুরুতে গীতা বেশ কিছু বিখ্যাত বাংলা গান গায়। এই সময়ে বাংলা ছবি এবং সঙ্গীতের জগৎতে স্বর্ণযুগ চলছিল । তাঁর বেশিরভাগ বাংলা গানেরই সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তবে তিনি নচিকেতা ঘোষ এবং সুধীন দাশগুপ্তের সুরেও কিছু গান গেয়েছিলেন।
.
মেরা সুন্দর সপনা বীত গয়া (দো ভাই – ১৯৪৭)
ও সপনেবালি রাত (পেয়ার – ১৯৫০), তদবির সে বিগড়ি হুয়ি তকদির (বাজি – ১৯৫১), আন মিলো আন মিলো (দেবদাস – ১৯৫৫), আজ সাজন মুঝে অঙ্গ লাগালো (পেয়াসা – ১৯৫৭), হাওয়া ধীরে আনা (সুজাতা – ১৯৫৯), ওয়াক্ত নে কিয়া কেয়া হাসিন সিতম ( কাগজ কে ফুল – ১৯৫৯) ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গান।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
সাজিদ খাঁন
জন্মঃ ২৩ শে নভেম্বর ১৯৭০
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, কমেডিয়ান, সঞ্চালক, ও অভিনেতা হিসাবে পরিচিত।
.
১৯৯৫ সালে ম্যায় ভি ডিটেকটিভ টি ভি শো তে তিনি সঞ্চালক হিসাবে তাঁর প্রথম কাজ শুরু করেন। ডারনা জরুরী হ্যায় সিনেমায় তিনি নির্দেশনা দেন। হে বেবী, হাউসফুল, হাউসফুল ২, হামসাকালস, হিম্মতওয়ালা, ইত্যাদি সিনেমায় তিনি নির্দেশনা দেন। ম্যায় হু না, ঝুট বলে কাউয়া কাটে, মুঝসে সাদি করোগি, হ্যাপি নিউ ইয়ার সিনেমায় কাজ করেছেন।
.
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
আক্কেননি নাগা চৈতন্য
২৩ নভেম্বর ১৯৮৬ সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন তেলেগু অভিনেতা। ২০০৯ সালে জোশ সিনেমার মধ্য দিয়ে তাঁর পথ চলা শুরু। ১০০% লাভ, ধাধা, বেজাওয়াদা, মানাম, প্রেমাম, সব্যসাচী ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন
করন প্যাটেল
১৯৮৩ সালে ২৩ নভেম্বর তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। ২০০০ সালে কাহানি ঘর ঘর কি সিরিয়ালের মধ্য দিয়ে তিনি তাঁর পথ চলা শুরু করেন। তিনি সিটি অফ গোল্ড, শুট আউট অ্যাট ওয়াডালা তে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা।
Be the first to comment