প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের আকষর্ণেই প্রতিদিন অনেক পর্যটক সেখানে যান। জনপ্রিয় এই টাওয়ারের কাছে একটি বাঘকে দেখা গেছে রাস্তায় ঘুরে বেড়াতে! তবে কারো কোনো ক্ষতি করার আগেই বাঘটিকে গুলি করে মেরে ফেলা হয়েছে। বাঘটি একটি সার্কাস মালিকের। যারা মাত্র কয়েকদিন আগেই প্যারিসে আসে। ৩ ডিসেম্বর থেকে তাদের প্রদর্শনী শুরু হওয়ার কথা। শুক্রবার সার্কাস থেকে বাঘটি বেরিয়ে গিয়ে প্যারিসের রাস্তায় ঘোরাফেরা করতে শুরু করে। আইফেল টাওয়ারের কাছে বাঘটি দেখে স্থানীয়রা জরুরি বিভাগে খবর দেয়। এরপর সার্কাসের লোকজনই শটগানের গুলিতে বাঘটিকে মেরে ফেলে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘একটি বাঘ ছুটে যাচ্ছে। দুই-তিনটি গুলির শব্দ শুনলাম। তারপর দেখলাম বাঘটি রাস্তায় নেতিয়ে পড়ে গেলো, রাস্তা রক্তে ভরে গেলো।’ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে প্যারিস পুলিশ। এ ঘটনায় সার্কাস মালিককে গ্রেফতার করা হয়েছে।
Be the first to comment