শনিবার নয়াদিল্লিতে কনস্ট্রাকশন টেকনোলজি ইন্ডিয়া- ২০১৯-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই প্রধানমন্ত্রীর কথায় উঠে এলো উইং কমান্ডার অভিনন্দনের প্রসঙ্গ। এদিন অভিনন্দনের প্রশংসা করে নমো জানান, পাক এফ-১৬ কে ধরাশায়ী করে হামলার ছক বানচাল করেন অভিনন্দন। ভারত যা করে, তা গোটা বিশ্ব গুরুত্ব দিয়ে দেখে। কখনও অভিনন্দন শব্দের ইংরেজি ছিল কনগ্র্যাচুলেসন্স, এবার থেকে অভিনন্দনের অর্থ বদলে যাবে।
নরেন্দ্র মোদী আরও জানান, ভারতীয়দের মধ্যে অভিধানের শব্দের মানে বদলে দেওয়ার শক্তি আছে।
Be the first to comment