মাসানুর রহমান,
শিল্প সংক্রান্ত যেকোনও রকম সহায়তা করতে, যেমন জমির সমস্যা বা বিদ্যুতের সংযোগ, পলিউশন সার্টিফিকেট বা আরও অন্য যেকোনও রকম সমস্যার সমাধান মিলছে ‘শিল্পদিশা’ অ্যাপে।
রাজ্যের শিল্পপতিদের সমস্যার সমাধানে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেই এই নয়া অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কারখানা তৈরী করতে বা শিল্পে বিনিয়োগ করতে কোনও সমস্যায় পরলেই এই অ্যাপে অভিযোগ জানাতে পারবেন যে কেউ। মিটবে চটজলদি সমাধান। কোথায় গেলে সমস্যার সমাধান হবে, তাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। কন্ট্রোল থেকে সজাগ করে দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরকে। যাতে অভিযোগকারী সেখানে গিয়ে দ্রুত সমাধান পান।
অ্যাপ খোলার মাত্র ১৫ দিনেই উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গ থেকে শ’খানেক জিজ্ঞাস্য এবং অভিযোগ এসেছে এই অ্যাপে। সমস্যার সমাধানও করে দিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের অধিকর্তারা।
Be the first to comment