পাকিস্তানের সেনাবাহিনী কেবল শারীরিকই নয় একটানা ঘন্টার পর ঘন্টা মানসিক নির্যাতনও চালিয়েছে। দেশে ফিরে এমনই জানিয়েছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তিনি আরও জানিয়েছেন, তাঁকে পৃথক সেলে আটকে রাখা হয়েছিল। দেওয়া হয়নি টিভি, রেডিও, ফোন, খবরের কাগজ। পাক সেনার প্রশংসা করার জন্য চাপ দেওয়া হয়েছিল। তিনি প্রবল চাপের মুখেও লড়াই চালিয়েছিলেন। সেই কারণেই ভিডিও এডিট করে প্রকাশ করা হয়েছে। তিনি যে মুক্তি পাচ্ছেন, সেই খবরও আগে জানানো হয়নি।
অভিনন্দনের সঙ্গে দেখা আজ দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। বীর পাইলটের উদ্দেশে তাঁর বার্তা, ‘তোমার সাহস ও দৃঢ় সঙ্কল্পে সারা দেশ গর্বিত।’
ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফেরার পর গতকাল রাতেই এই পাইলটকে নিয়ে আসা হয় নয়াদিল্লির বায়ুসেনা হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, এখন অভিনন্দনের ‘কুলিং ডাউন প্রসেস’ চলছে।
Be the first to comment