সাংবাদিক সৌরভ গুহ তাঁর সাংবাদিকতা জীবনে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন “চেনা নেতা, অচেনা নেতা” নামক বইয়ে। নেতা-নেত্রীদের বিভিন্ন রাজনৈতিক অভিজ্ঞতার শরিক সাংবাদিকরা হন। কর্মসূত্রেই তাদের ঝুলি সমৃদ্ধ হয় নানা ঘটনায়। রাজনৈতিক সাংবাদিকতা করার সূত্রে সৌরভ দল মত নির্বিশেষে বাংলার বিভিন্ন নেতা-নেত্রীর সংস্পর্শে এসেছেন, তাদের ইন্টারভিউও করেছেন। কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীদের জীবনে বহু না বলা কথাও থেকে যায়। সেই ঘটনাগুলি এই বইতে লিপিবদ্ধ করেছেন সৌরভ। তাই রূপালী প্রকাশনীর দুই মলাটের মোড়কে এই বইয়ের পাতায় পাতায় আছে চেনা-অচেনা, জানা-অজানা বহু তথ্য।
শনিবার ২ মার্চ কলকাতা প্রেস ক্লাবে বইটির উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাংবাদিক বিশ্ব মজুমদার, অনির্বাণ চৌধুরী, অঞ্জন বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি সোম সহ বহু বিশিষ্ট সাংবাদিক। ছিলেন অন্য জগতের প্রথিতযশা ব্যক্তিরাও। সাংবাদিক সৌরভের এই বই প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠকদের মনে কৌতূহল সৃষ্টি করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিমান বসু চেনা নেতাদের চেনা-অচেনা কাহিনী ঋদ্ধ করেছে বইটিকে।
Be the first to comment