জইশ-ই-মহম্মদের ট্রেনিং ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে; জানালো মাসুদ আজাহারের ভাই

Spread the love

ভারতীয় বায়ুসেনার অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশ-ই-মহম্মদের ট্রেনিং ক্যাম্প। একটি অডিও বার্তায় একথাই স্বীকার করলো মাসুদ আজাহারের ভাই মৌলানা আম্মার। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে। গলার স্বরটি মৌলানা আম্মার বলে চিহ্নিত করা হয়েছে। সেখানে সে স্বীকার করেছে, ভারতীয় বায়ুসেনার বিমান জইশের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে বোমা ফেলে। কোনও অফিসিয়াল এজেন্সির প্রধান কার্যালয়ের পরিবর্তে জেহাদ শিক্ষার একটি কেন্দ্রে অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে, ধর্মীয় শিক্ষাকেন্দ্রে কী শেখানো হত তা নিয়েও মুখ খুলেছে মৌলানা আম্মার। তার বক্তব্য, সেখানে কাশ্মীরের সমস্যাকে নিজেদের সমস্যা হিসেবে বিবেচনা করার শিক্ষা দেওয়া হত। আর সেই কেন্দ্রেই অভিযান চালানো যুদ্ধের ডাক দেওয়ার সামিল। সে বলেছে, “আজ শত্রুরা পাহাড় টপকে আমাদের জমিতে ঢুকেছে। আর আমাদের ধর্মীয় কেন্দ্রে আক্রমণ চালিয়েছে। এটা যুদ্ধের ঘোষণা। জইশের ট্রেনিং ক্যাম্পে অভিযান চালানোয় ভারতকে পালটা হুঁশিয়ারি দিয়েছে আজ়হারের ভাই। তার কথায়, এটা কোনও এজেন্সির জিহাদ নয়। নিজেদের ভূ-খণ্ড থেকে বেরিয়ে এসে আমাদের আক্রমণ করেছে। তার জেরে নিশ্চিত করেছে, আমরা ভারতের বিরুদ্ধে জেহাদ শুরু করব।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*