মাসানুর রহমান,
‘সুকন্যা’ প্রকল্পের বাস্তবায়নের জন্য শহরের ১০০টি স্কুলকে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। এই প্রকল্পে স্কুলের ছাত্রীদের বিভিন্ন মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হয়। তাইকুন্ডু, জুডো, কিক-বক্সিং, আইকিডো ইত্যাদি আত্মরক্ষার ধরণ শেখানো হয় ছাত্রীদের। মার্চ মাস থেকে এই প্রশিক্ষণ শুরু হবে।
গত বছর ৫৬টি স্কুলকে বাছাই করা হয়। রাজ্য নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতায় কলকাতা পুলিশ এই প্রশিক্ষণ অভিযান শুরু করে ২০১৪ সালে। প্রশিক্ষণ শুরু করা হয় অষ্টম, নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রীদের দিয়ে। পরে কলেজের প্রথম বর্ষের ছাত্রীদেরও প্রশিক্ষণ দেওয়া হয়।
এই প্রকল্প ইতিমধ্যেই সাফল্যের শিখরে পৌঁছেছে। অনেক ‘সুকন্যা’ মেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও অংশ নিয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়াতে অনুষ্ঠিত কিকবক্সিং ওয়ার্ল্ড কাপে ‘সুকন্যা’ মেয়েরা পাঁচটি সোনা, দুটি রুপো এবং দুটি ব্রোঞ্জের পদক জেতে।
যাতে ছাত্রীদের পড়াশোনায় কোনও ক্ষতি না হয়, তাই, স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করেই সংশ্লিষ্ট স্কুলের ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণ কোর্সের মেয়াদ ৪ মাস। এর পর কেউ আরও প্রশিক্ষণ নিতে চাইলে তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের একাংশ কিকবক্সিংকেই নিজেদের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছে এবং এখনও প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। বিধাননগর, হাওড়া এবং বারাকপুর কমিশনারেটও ২০১৭ সাল থেকে তাঁদের অঞ্চলে এই প্রশিক্ষণ অভিযান শুরু করে।
Be the first to comment