জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজাহার কী ভারতীয় বায়ুসেনার অভিযানে নিহত হয়েছে? পাকিস্তানের বিভিন্ন মহলে গত ২৪ ঘণ্টা ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে ইসলামাবাদ।
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি ভোররাতে ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীর ও পাক ভূখণ্ডে জঙ্গিঘাঁটিগুলির উপর হামলা চালায়। সেই হামলাতেই জইশ প্রধান নিহত হয়েছে বলে খবর রটেছে। যদিও পাকিস্তানের কোনও মহল থেকেই সেই খবরের সত্যতা এখনও স্বীকার করা হয়নি।
সম্প্রতি, পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছিলেন, মাসুদ আজাহার পাকিস্তানেই রয়েছে, তবে তার স্বাস্থ্য ভালো নেই। রাওয়ালপিন্ডির এক সেনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। কিডনির অসুখে ভুগছেন মাসুদ। তার ডায়ালাইসিস চলছে। যদিও বিভিন্ন মহলের দাবি, ভারতীয় বায়ুসেনার অভিযানে মাসুদ গুরুতর জখম হয়। পরে সেনা হাসপাতালে তার মৃত্যু হয়। তবে কোনও মহল থেকেই এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।
Be the first to comment