জইশ প্রধান মাসুদ আজাহার মৃত! হঠাৎ করে রবিবার সন্ধ্যায় এমন খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। কিন্তু এরপরেই জইশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে, আল্লার কৃপায় ভালোই আছেন জইশ প্রধান। ভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই উঠে পড়ে লাগে পাক মিডিয়াও। জঙ্গি মাসুদের পরিবারকে পালটা কোট করে খবর প্রকাশিত করতে থাকে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম।
উল্লেখ্য, পাকিস্তানে জিও টিভির খবর অনুযায়ী মাসুদ আজহারের মৃত্যুর খবর মিথ্যে। জইশ প্রধানের পরিবারের ঘনিষ্ঠ একজনকে কোট করে সেই সংবাদমাধ্যম জানায়, বেঁচে রয়েছে আজহার। অন্যদিকে, এতবড় এক জল্পনার মধ্যেও মুখ খোলেনি পাক সরকারের কোনও মন্ত্রী বা আধিকারিক।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই পাকিস্তান সেনা হাসপাতালে ভর্তি রয়েছে পুলওয়ামা হামলার মূল ষড়জন্ত্রী মাসুদ আজহার। কিডনি সংক্রান্ত একাধিক সমস্যায় জর্জরিত তিনি।
Be the first to comment