চিনে তৈরি অত্যাধুনিক বাতানুকূল মেট্রো রেক এলো কলকাতায়। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, যে কোনও জরুরি পরিস্থিতিতে সরাসরি চালকের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। প্রতিটি কোচে আছে সিসিটিভির সুবিধা। জানা গিয়েছে, সোমবার সকালে জাহাজে করে একটি রেক শহরে আনা হয়েছে। ৩৬৪ টন ওজনের এই রেক জাহাজ থেকে ক্রেনে করে বন্দরের রেললাইনে নামানো হবে। এরপর সেখান থেকে রেক কলকাতা মেট্রোর নোয়াপাড়া শেডে নিয়ে যাওয়া হবে।
তবে রেলকর্তাদের দাবি, নতুন কোচগুলি চলে এলে পুরনো ট্রেনগুলি বাতিল করে দেওয়া হবে। ২০২০ সালের মধ্যে আরও ১৩টি রেক চিন থেকে আনা হচ্ছে বলে মেট্রো সূত্রে খবর।
Be the first to comment