ভারতকে দেওয়া বিশেষ বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করলো আমেরিকা ৷ মার্কিন কংগ্রেসকে চিঠি লিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই সুবিধা প্রত্যাহারের কথা। এতদিন পর্যন্ত ভারতের ৫.৬ বিলিয়ন ডলারের সামগ্রী কোনওরকম শুল্ক ছাড়াই আমেরিকার বাজারে প্রবেশ করতে পারতো কিন্তু সেই সুবিধাই এবার ভারতের উপর থেকে কেড়ে নিলো ট্রাম্প প্রশাসন ৷ ট্রাম্পের দাবি, ভারতের বাজারে উপযুক্ত জায়গা দেওয়া হচ্ছে না ৷ বাণিজ্যক্ষেত্রে আমেরিকাকে অগ্রাধিকার দিচ্ছে না ভারত ৷
ট্রাম্পের দাবি, ভারত সরকার এবং রাষ্ট্রসংঘের বিভিন্ন বিষয় নিয়ে পর্যবেক্ষণ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ভারতকে এতদিন জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্স(জিএসপি)-র সুবিধার অন্তর্ভুক্ত ছিল ৷ কিন্তু সেই সুবিধাই ভারতের উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারণ ট্রাম্পের মতে, ভারতের মাটিতে এভাবে ব্যবসার সুযোগ পাবে না আমেরিকা ৷
উল্লেখ্য, এই সুবিধা প্রত্যাহারের জেরে বড়সড় ধাক্কা খেতে চলেছে ভারত ৷ এমনটাই মত বিশেষজ্ঞদের ৷ তবে, আমেরিকার সিদ্ধান্ত প্রভাব পড়বে না ভারতের বাজারে ৷
Be the first to comment