মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার উৎকর্ষ বাংলা প্রকল্প শুরু করে ২০১৬ সালে। স্কুলছুটদের বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের উপযুক্ত করা এই অভিনব প্রকল্পের মূল উদ্দেশ্য।
বাংলার মুকুটে আবারও যোগ হল নতুন পালক। রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পর মাথায় জুটল সেরার শিরোপা। গত ২৫শে ফেব্রুয়ারি গোল্ড বিভাগে স্কচ পুরষ্কার পেল দক্ষতা প্রশিক্ষণ প্রদানের এই প্রকল্প।
এই প্রকল্পের অধীনে যুবরা বিনামূল্যে ৪০০ থেকে ১২০০ ঘণ্টার জন্য সেলাই, গাড়ি চালানো, টিভি সারানো, ইলেকট্রিক যন্ত্রপাতি সারানো, বিউটিশিয়ান কোর্স ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি বছর ৬ লক্ষ যুবকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রাজ্যের পক্ষে।
প্রসঙ্গত, এই মুহূর্তে বাংলায় ৫৭০ টি প্রশিক্ষক ১১৯৮টি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কেন্দ্র, ২৫০টি আইটিআই, ১৫২টি পলিটেকনিক এবং ৩৩৯০টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে ৩.২৩ লক্ষ ছাত্রছাত্রীকে ৩০টি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়।
Be the first to comment