লোকসভা নির্বাচনে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ) সঙ্গে আসনরফা হচ্ছে না কংগ্রেসের। এ ব্যাপারে দলে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটি প্রধান শীলা দীক্ষিত। তিনি বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দলের দিল্লির নেতাদের বৈঠকেই ঠিক হয়েছে যে, আপের সঙ্গে রাজধানীতে কোনও জোট হবে না। আপ, কংগ্রেস পরস্পরের হাত ধরতে পারে বলে আলোচনা চলছিলো।
আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে হারাতে এই জোটের প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছিলেন। কংগ্রেস সূত্রে খবর, রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে হাজির সামনের সারির নেতারা বলেছেন, আপ আসনরফার যে সূত্র দিয়েছে, তা মানতে সমস্যা আছে।
প্রসঙ্গত, আপ আগেই দিল্লির সাতটি লোকসভা আসনের একটি বাদে বাকি ৬টিতেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে। রবিবার আপের এক নেতা অবশ্য জানান, গুরুত্ব দিয়ে চেষ্টা করা হলে কংগ্রেসের সঙ্গে আসনরফা নিয়ে আলোচনা ফের শুরুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, তাঁরা কংগ্রেসের সঙ্গে বিস্তারিত আলোচনা চান। কংগ্রেসের গা ছাড়া মনোভাবে বিরক্ত হয়েই প্রার্থীতালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছি আমরা। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার লোকসভা নির্বাচনে দলীয় কৌশল স্থির করতে বৈঠক ডাকেন রাহুল। সেখানেই এই সিদ্ধান্ত বলে জানা যায়।
Be the first to comment