ভিডিও ও ছবি সৌজন্যে- (বিসিসিআই)
মার্কাস স্টইনিসের ব্যাটে সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করেও জিততে পারলো না অজি ব্রিগেড। ২৫০ রান তাড়া করে দুর্দান্ত লড়াইয়ের পর ২৪২ রানেই থেমে গেলো অস্ট্রেলিয়া। সেই সঙ্গে জামথায় ভারতের বিরুদ্ধে চারবারের সাক্ষাতে একবারও জিততে পারলো না ফিঞ্চ ব্রিগেড। বিশ্বকাপের আগে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে গেলো কোহলি অ্যান্ড কোং।
বুমরাহ এবং বিজয় শঙ্করের দুর্দান্ত বোলিংয়ে ভর করে ৩ বল বাকি থাকতেই জয় পেলো ইন্ডিয়া। পাশাপাশি এদিন ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্মেন্স করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ১১৬ রানের এক অসাধারণ ইনিংস খেলেন তিনি। এছাড়া বিজয় শঙ্কর ৪৬ রান করেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস ৫২ রানের ইনিংস খেললেও সেই রান অস্ট্রেলিয়াকে জয় উপহার দিতে ব্যর্থ। অন্যদিকে পিটার হ্যান্ডসকোম্ব ৪৮, উসমান খোয়াজা ৩৮ এবং অ্যারণ ফিঞ্চ ৩৭ রান করেন।
Be the first to comment