‘চলো’ ও ‘পথদিশা’ অ্যাপ থেকে এবার বাসের টিকিট অগ্রিম কাটুন মোবাইলে

Spread the love

মাসানুর রহমান,

এবার বাসের টিকিট অগ্রিম কাটুন মোবাইলে। যাত্রী পরিবহণ আরও সহজ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। পরিবহণমন্ত্রীর হাত ধরেই মোবাইলে অগ্রিম টিকিট কাটা চালু হল। এভাবে টিকিট কাটলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আপাতত সাতটি রুটে (ভি-১, ভি-৯, এসি-১, এসি-৪৩, এলি-৩৯, এসি-৪বি, এসি-০৭এ) এই পদ্ধতি চালু হল।

পথদিশা অ্যাপ থেকে কাটা যাবে টিকিট। এছাড়া “চলো” অ্যাপেও কাটা যাবে। যে কোনওরকম্ অ্যানড্রয়েড ফোনেই তা ডাউনলোড করা যাবে। তারপর ওই যাত্রীকে সেখানে কোথা থেকে তিনি কোথায় যেতে চান তা লিখতে হবে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই ভাড়া দিয়ে দিতে হবে। অ্যাপ সেই রিসিভিং মেসেজ পাঠাবে যাত্রীকে। ২৪ ঘণ্টা সেই মেসেজের বা টিকিটের মেয়াদ থাকবে।

বাসে ওঠার আগে দেখে নেওয়া যাবে একটি বিশেষ কোড। আ্যাপের নির্দিষ্ট অপশনে ক্লিক করে জানতে হবে এই কোড। যার মেয়াদ থাকবে এক ঘণ্টা কন্ডাক্টরদের কাছে যে টিকেটিং মেশিন রয়েছে, তাতে ক্যামেরা আছে। সেই ক্যামেরায় মোবাইল ধরলেই কিউআর কোড মিলিয়ে নেওয়া যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*