চৌকিদারকে বাঁচানোই কাজ সরকারেরঃ রাহুল গান্ধী

Spread the love

ছবি সৌজন্যে- (এএনআই)

রাফাল তথ্য চুরি নিয়ে আবারও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ফাইল লোপাটের যথাযথ তদন্ত হোক। চৌকিদারকে বাঁচানোই কাজ সরকারের। প্রধানমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চাই।

পাশাপাশি রাহুল আরও বলেন, সব বিষয়ে যেখানে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে মোদী নিজে কেন তদন্ত করাচ্ছেন না? রাফাল নিয়ে জেপিসি চেয়েছিলাম। সেটাও মানতে রাজি হননি প্রধানমন্ত্রী। কংগ্রেস সভাপতি বলেন, রাফাল চুক্তির সময় প্রধানমন্ত্রীর দপ্তরও সমান্তরালভাবে আলোচনা করছিলো যাতে অনিল আম্বানিকে এই চুক্তি পাইয়ে দেওয়া যায়। প্রধানমন্ত্রী রাফাল চুক্তিতে বাইপাস সার্জারি করেছেন। অনিল আম্বানিকে সুবিধা পাইয়ে দিতে রাফাল যুদ্ধবিমান কেনায় দেরি হয়েছে। এই নথি চুরি যাওয়ার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে।

রাহুল গান্ধী আরও বলেন, আপনারা বলছেন রাফালের নথি চুরি গেছে। তার মানে এই নথিগুলি আসল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*