বৃহস্পতিবার শহিদ স্বাধীনতা সংগ্রামীদের অভিধান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিধানটির নাম “ডিকশনারি অফ মারটিয়ার্স ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল”। যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করে শহিদ হয়েছেন অভিধানে তাঁদের নাম সহ বিভিন্ন তথ্য রয়েছে। অভিধানের কভার পেজে রয়েছে ১৯৪৫ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর আন্দামানের সেলুলার জেল পরিদর্শনের ঐতিহাসিক ছবি। এই অভিধানটি তৈরিতে সাহায্য করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিকাল রিসার্চ এবং সংস্কৃতি মন্ত্রক। এই অভিধানে ১৪ হাজার শহিদের নাম রয়েছে।
এদিন অভিধান প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ খণ্ডের এই অভিধানে রয়েছে জালিয়ানওয়ালাবাগ থেকে অসহযোগ অন্দোলনের শহিদ বীরদের নাম। এছাড়া আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিকদের নামও রয়েছে এই অভিধানে। দেশের জন্য প্রাণ দিয়েছেন যে স্বাধীনতা সংগ্রামীরা, তাঁদের নাম লিপিবদ্ধ করার এই প্রয়াস অভূতপূর্ব ও প্রথম। প্রধানমন্ত্রী আরও বলেন, যে দেশ তার নিজের শহিদদের সম্মান করে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার।
Be the first to comment