নতুন সরকার এসে উগ্রপন্থা মোকাবিলা করবে, কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনবেঃ মমতা

Spread the love

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসের পদযাত্রা থেকে আরোও নতুন সরকার গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করেছে। মোদীবাবু শুধু আপনার আর অমিত শাহের দোকান দিয়ে দেশ চলেনা, দেশটা সবার।
তিনি বলেন, জঙ্গলমহলের আদিবাসীদের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করছি। বাংলায় ১০০ দিনের প্রকল্পে ৪৮% মেয়ে কাজ করে, যা একটা রেকর্ড। আমরা ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী স্কলারশিপ চালু করেছি। আমরা মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৭৩০ দিন করেছি।

মমতা এদিন আরও বলেন, জনগনের টাকা দিয়ে বাইক কেনা হচ্ছে, নির্বাচনে খরচ করছে। ৫ বছরে মনে হলোনা কেন পাঠানকোট হলো? কেন উরি হলো? কেন পুলওয়ামা হলো? এতগুলো মানুষের প্রাণ চলে গেলো আগে থেকে খরব থাকা সত্ত্বেও। দেশের কালো টাকা ফিরিয়ে আনতে পারেনি আবার বড়ো বড়ো কথা। আগামীদিনে আসবে নতুন সরকার, যারা দেশের উগ্রপন্থা মোকাবিলা করবে, কাশ্মীরের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*