ফেরি পরিষেবায় এবার স্মার্ট কার্ড

Spread the love

মাসানুর রহমান,

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের উদ্যোগে অত্যাধুনিক স্মার্ট গেট বসানো হলো তিনটি জেটিতে। চালু হল ম্যাগনেটিক টোকেনও। হাওড়া, ফেয়ারলি প্লেস এবং মিলেনিয়াম পার্ক বা শিপিং জেটিতে এই নয়া ব্যবস্থা চালু হয়েছে। এই পুরো প্রকল্পে খরচ হয়েছে ২.৭৪ কোটি টাকা।

সরকারি বাসে চালু হওয়া স্মার্ট কার্ড মেট্রোর মতো ওই স্মার্ট গেটে ব্যবহার করা যাবে। পথ দিশা অ্যাপেও খবর মিলবে কোন জেটি থেকে ঠিক কখন লঞ্চ মিলবে। লঞ্চের গেটে হেড কাউন্ট ব্যবস্থার পাশাপাশি সিসিটিভিও থাকবে। এর ফলে পরিবহণ দপ্তরের টিকিট বাবদ লোকসানও কমবে।

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম ইতিমধ্যে শহরজুড়ে ১৫টি স্মার্ট কার্ড বিক্রীর কাউন্টার খুলেছে। চহিদা মতো তার সংখ্যা বাড়ানো হবে। তিনটি ঘাটে ১০ হাজার কুপন স্ক্যানিং মেসিন এবং আটটি স্মার্ট কার্ড মেশিন বসানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*