মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই “ইন্ডিয়া ইন ডিসট্রেস” শুক্রবার প্রকাশিত হলো দিল্লিতে। এই বইটিতে এমন কিছু প্রবন্ধ আছে যা কেন্দ্র ও রাজ্যের সাম্প্রতিক এবং সমকালীন বিষয় নিয়ে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে, সংবিধান এবং দেশ চ্যালেঞ্জের সম্মুখীন। পাশাপাশি পুলওয়ামার জঙ্গি হানা নিয়ে বেশকিছু সোজাসাপ্টা প্রশ্নও রয়েছে বইটিতে।
এদিন দিল্লির কন্সটিটিউশন ক্লাবে এই বই প্রকাশের অনুষ্ঠান হয়। নারী দিবসের দিন পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠান হলো। কন্সটিটিউশন ক্লাবের এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দিরা জয়সিং, নীলাঞ্জনা রায় এবং নিধি রাজদান।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক’ওব্রায়েন এই বইপ্রকাশ অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব নেন।
Be the first to comment