শেষরক্ষা হলো না, বিরাটের অনবদ্য ইনিংস জয় এনে দিতে পারলো না টিম ইন্ডিয়াকে

Spread the love

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৩২ রানে হারলো ভারত। অস্ট্রেলিয়ার ৩১৩ রানের জবাবে ২৮১ রানেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এদিন অস্টেলিয়ার ওপেনার জুটি অ্যারণ ফিঞ্চ ৯৩ ও উসমান খোয়াজার ১০৪ রানের বিধ্বংসী ইনিংসের দাপটে প্রথম থেকেই কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় বিরাট ব্রিগেড।

তবে জবাবে ভারত অধিনায়ক কোহলি ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেললেও তা কাজে এলো না। পাঁচ ওয়ান ডে-র সিরিজ ১-২ করল অস্ট্রেলিয়া। সিরিজের চতুর্থ ম্যাচ রবিবার মোহালিতে। এদিন ধোনির শহরে প্রথম ব্যাটিং করে ভারতের সামনে ৩১৪ রান টার্গেট দেয় অস্ট্রেলিয়া। ৩১৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২৮১ রানে থেমে যায় ভারতীয় ইনিংস। ক্যাপ্টেন একক প্রচেষ্টায় ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও শেষরক্ষা হলো না। দুরন্ত সেঞ্চুরির পর বিরাট যখন বাইশ গজ দাপিয়ে বেড়াচ্ছেন, ঠিক তখনই অ্যাডাম জাম্পার বল ভারতের আশা শেষ করে দেয়। এদিন ৯৫ বলে ১৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো কোহলির ১২৩ রানের অনবদ্য ইনিংস।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*