জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক সহ বিশিষ্টরা।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কি সুন্দর সৌন্দর্য বেড়েছে জলপাইগুড়ির। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দার্জিলিংয়ে ১৫ টি ডেভেলপমেন্ট বোর্ড তৈরী হয়েছে। আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে আমাদের সময়ে, ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে আমাদের সময়ে, কালিম্পং নতুন জেলা হয়েছে আমাদের সময়ে, আসানসোল নতুন জেলা হয়েছে আমাদের সময়ে। মুখ্যমন্ত্রী আরও বলেন ৬ টা পুলিশ কমিশনারেট আমাদের সময়ে তৈরী হয়েছে। আমাদের আগে ৮৮টা ফাস্টট্র্যাক কোর্ট ছিলো। কিন্তু মানুষ যাতে তাড়াতাড়ি বিচার পায়, মহিলারা যাতে তাড়াতাড়ি বিচার পায় সেই জন্যই পরে কেন্দ্র সরকার এগুলিকে বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার এগুলো নিজেদের খরচে চালিয়ে আসছি। ৮৮টা ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে ৫৫ টা মহিলা কোর্ট যেটা আমাদের সকলের কাছে গর্বের।

মমতা আরও বলেন, আমাদের সময়ে ৭ টা নতুন পুলিশ জেলা তৈরি হয়েছে। ১৯ টা হিউম্যান অধিকার কোর্ট তৈরী হয়েছে। চিলড্রেন্সদের জন্য আলাদা কোর্ট তৈরী হয়েছে। আমাদের সময়ে ১২৮ টি নতুন পুলিশ স্টেশন তৈরী হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন এখানে পঞ্চাননবর্মা ইউনিভার্সিটি, হিল ইউনিভার্সিটি সহ অনেক কাজ হয়েছে। বেঙ্গল সাফারি তৈরী হয়েছে। আমরা উত্তরবঙ্গ সেক্রেটারিয়ট উত্তরকন্যা চালু করেছি। জলপাইগুড়িতে আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরী করে দেওয়া হয়েছে।

তবে এদিন বক্তব্য চলাকালীন মমতা জানান, আজকের বিশেষ সময়ে আমি কোনও বিতর্কে যেতে চাইনা। সকল আইনজীবীদের উদ্দেশ্য তিনি বলেন, সবাই একেবারে ইংরেজি ভাষায় গড়গড় করে কথা বলতে পারবেন না। সেক্ষেত্রে তাঁকে নিজেদের ভাষায় বলতে দিতে হবে। আরোও একটা ব্যাপার তিনি বলেন সাধারণ মানুষ যারা নিজেদের ঘটিবাটি বিক্রি করে কেস লড়ে যায় তাদের প্রতিও একটু সহনশীল হতে হবে আমাদের।

এদিন অনুষ্ঠানে কী বললেন মুখ্যমন্ত্রী?

দেখুন ভিডিও-

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/811198349221430/?t=115
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/811198349221430/?t=115
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2155967561184923/?t=384
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2155967561184923/?t=384

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*