শিলিগুড়িকে কেন্দ্র করে গড়ে তোলা হবে পর্যটন সার্কিট

Spread the love

মাসানুর রহমান,

শিলিগুড়িকে কেন্দ্র করে এবার পর্যটন সার্কিট গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি একথা জানান রাজ্য পর্যটন মন্ত্রী। বর্তমান রাজ্য সরকার পর্যটনের পরিকাঠামো উন্নয়নে যে সব পদক্ষেপ নিয়েছে তার ফলে উত্তরবঙ্গে পর্যটকদের সংখ্যা বেড়েছে বহুগুন। এর ফলে, সমগ্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নও হয়েছে। ভোরের আলো পর্যটন কেন্দ্রে লর্ড অফ দি রিংস সিনেমার আদলে তৈরী ভূগর্ভস্থ কটেজ এবং এলিফ্যান্ট শেল্টার তৈরী করা হবে। এছাড়া, অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটিসের মধ্যে দড়ির মই, জিপলাইনও চালু করা হবে বলে জানানো হয়।

এদিকে ভোরের আলো সাফারি পার্ক থেকে সরস্বতীপুর পর্যন্ত বৈকুন্ঠপুর জঙ্গল বরাবর ৯ কিলোমিটার দীর্ঘ সাইক্লিং এবং ট্রেকিং সার্কিটও তৈরী করা হচ্ছে। মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যর কাছে লাল্টং এবং চমকডাঙ্গি গ্রামে ১৫টি কটেজ তৈরী করছে পর্যটন দপ্তর। সেবকেও কটেজ এবং ওয়াচটাওয়ারও তৈরী করা হচ্ছে।

এছাড়াও পরিকল্পনা অনুযায়ী, মহানন্দা বাঁধের কাছে প্রজাপতি, মথ ও সরীসৃপ পার্ক এবং কটেজ-রেস্তোরাঁ নির্মাণ করবে পর্যটন দপ্তর। সেচ ও জলপথ দপ্তর ইতিমধ্যেই বাঁধের দুপাশে পার্ক তৈরী করেছে। একটি রোপওয়ে পরিষেবাও শুরু করা হবে এখানে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*