এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর। চললো গুলিও। ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। জানা গিয়েছে, তার নাম রাহুল সিং। রাহুলের পেটে গুলি লেগেছে। দুর্গাপুরের লালময়দান এলাকার ঘটনা। ঘটনায় রকি রায় এবং দীপক রায় ওরফে কাঞ্চা বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রাহুলকে গান্ধীমোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রকি দুর্গাপুরের আকবর রোডের বাসিন্দা।
অভিযোগ, রকি, কাঞ্চা সহ কয়েকজন যুবক দুর্গাপুরের বিভিন্ন জায়গায় তোলাবাজি চালায়। অন্যদিকে রাহুল ওরফে আপ্পু শাসকদলের এক নেতার ঘনিষ্ট। শনিবার রাত ১১টা নাগাদ আপ্পু এ-জোনে ডিভিসি মোড়ে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল। অভিযোগ, সেখানে রকি, কাঞ্চা সহ কয়েকজন এসে আচমকা আপ্পুকে গুলি করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অভিযুক্তরা শূন্যে গুলি ছুড়তে ছুড়তে বাইক নিয়ে পালিয়ে যায়। অভিযোগ এলাকা দখলকে কেন্দ্র করে গোলমালের জেরে গুলি চালানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। আপ্পুকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল ও পরে সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আপ্পুকে হাসপাতালে দেখতে যান তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপ্পুর শরীর থেকে গুলি বের করা হয়েছে। তার চিকিৎসা চলছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Be the first to comment