আজ বিকালেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। গোটা দেশের সাথে সাথে বাংলাতেও হবে সাত দফায় ভোট। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফিরহাদ হাকিম এক সাংবাদিক সম্মেলনে বলেন, রমজান মাসে ভোট কত মানুষের সমস্যা হতে পারে তা ভেবে দেখা হয়নি।
দেশে যেসব জায়গায় এক দফায় ভোট সম্ভব নয় সেসব জায়গায় করা হচ্ছে এক দফায় ভোট। গুজরাটের মতো জায়গা যেখানে দাঙ্গায় হাজার হাজার মানুষ মরেছে সেখানে এক দফায় ভোট আর বাংলায় সাত দফায়? মানুষ এর জবাব ব্যালটে দেবে।
তিনি আরোও বলেন ওরা ভয় পেয়েছে। রমজান মাসে ভোটে রোজা রেখে অনেক মানুষের অসুবিধা হবে, এসব কিছু না ভেবেই দিনক্ষণ তৈরী করা হয়েছে। তবে আমরা বাংলায় তৈরী আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় মানুষ ওদের যোগ্য জবাব দেবে। ফিরহাদ হাকিম বলেন, আমরা নির্বাচন কমিশনকে সম্মান জানাই তাদের রায়কেও, সুতরাং সকল মানুষ গনতান্ত্রিক পদ্ধতিতে তাদের ভোটদান করবেন এই আশা রাখি।
Be the first to comment