পদ্ম পুরষ্কার পেলেন বাংলার বুধাদিত্য মুখোপাধ্যায়, মামেন চান্ডি ও স্বপন চৌধুরী

Spread the love

পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ পেলেন পণ্ডিত বুধাদিত্য মুখোপাধ্যায়। তিনি মূলত সেতার ও সুভার শিল্পী। ইমদাদখানি ঘরানার এই শিল্পী প্রথম ভারতীয় হিসেবে লন্ডনের হাউস অফ কমনসে সেতার বাজান। আমেরিকা, অস্ট্রেলিয়া, আরব ও প্রায় গোটা ইউরোপের কয়েক হাজার অনুষ্ঠানে সেতার বাদক হিসেবে বুধাদিত্য মুখোপাধ্যায় উজ্জ্বল নাম। সঙ্গীত শিক্ষার পাশাপাশি তিনি কৃতী মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারও। প্রাপকদের তালিকা আগেই ঘোষণা করা হয়েছিলো। অবশেষে সোমবার ৫৬ জন বিশিষ্ট ব্যক্তিত্বের হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 

এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পেলেন চিকিৎসক ও হেমাটোলজি বিশেষজ্ঞ মামেন চান্ডি। এখন কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারের ডিরেক্টর তিনি। অঙ্কোলজি ও ট্রান্সফিউশন মেডিসিনে বিশেষ পারদর্শী তিনি। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন ড. বিসি রায় পুরস্কার পেয়েছিলেন মামেন চান্ডি।

এছাড়াও, তবলাশিল্পী পণ্ডিত স্বপন চৌধুরী শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানায় এক উজ্জ্বল নাম। পণ্ডিত রবি শংকর, ওস্তাদ আলি আকবর খাঁ, পণ্ডিত যশরাজের সঙ্গত করেছেন তিনি।

প্রসঙ্গত, এবারের ১১২ জন পুরষ্কারপ্রাপকের মধ্যে ৪জন পেয়েছেন পদ্মবিভূষণ, ১৪জন পদ্মভূষণ এবং ৯৮জন পেয়েছেন পদ্মশ্রী পুরষ্কার ৷ প্রাপকদের মধ্যে ২১ জন মহিলা।তালিকায় রয়েছেন ১১ জন প্রবাসী ভারতীয়, বিদেশি,তৃতীয় লিঙ্গের কৃতীরা।

দেখুন ভিডিও-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*