রমজানের মাঝে লোকসভা ভোটের তারিখ নিয়ে বিতর্কের মাঝেই নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিলো একটা গোটা মাস বাদ দিয়ে দেওয়া সম্ভব নয়। তবে ধর্মীয় উত্সব ও শুক্রবারগুলিতে বিশেষ খেয়াল রাখা হবে। যদিও রাজনৈতিক দলগুলি রমজান মাসে ভোটের তারিখ বদলের আর্জিই জানিয়েছে কমিশনের কাছে।
তবে এক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশেই দাঁড়িয়েছে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর কথায়, গোটা বিতর্কটি ভিত্তিহীন এবং অপ্রয়োজনীয়। এরপরই ওয়াইসি মুসলিম জনগণের প্রতি আবেদন জানান, মুসলিম সম্প্রদায় ও রমজান নিয়ে রাজনৈতিক হাতিয়ার করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। এই চেষ্টায় যেন তারা ইন্ধন না দেয়।
Be the first to comment