আপনাদের নিশ্চয়ই মনে আছে মাসুদ আজাহারকে। ৫৬ ইঞ্চি ছাতির লোকজনের সরকারের আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মাসুদ আজাহারজিকে বিমানে কান্দাহারে ছেড়ে এলেন। সোমবার দিল্লির একটি অনুষ্ঠানে মাসুদকে “আজাহারজি” বলে সম্বোধন করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এরপরই পাল্টা আক্রমণ করে বিজেপি। বিজেপির তরফ থেকে জানানো হয় তাহলে কি দেশের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীকে সম্মান জানাচ্ছেন রাহুল গান্ধী? ‘রাহুল গান্ধী লাভস টেররিস্ট’ এই হ্যাশট্যাগ দিয়ে একের পর এক টুইট শুরু হয় বিজেপির তরফে।
উল্লেখ্য সোমবার দিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, পুলওয়ামায় একটি বিস্ফোরণ হয়েছিল। ৪০-৪৫ জন CRPF শহিদ হয়েছিলেন। কারা এই হামলা করলো? আপনাদের নিশ্চয়ই মাসুদ আজাহারকে মনে আছে। অজিত ডোভাল মাসুদ আজাহারজিকে বিমানে করে কান্দাহারে ছেড়ে এলেন। প্রসঙ্গত, ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান অপহরণ করে যাত্রীদের পণবন্দি করেছিল পাকিস্তানের জঙ্গিরা। পরে যাত্রীদের প্রাণের বিনিময়ে কাশ্মীরের জেলে বন্দী মাসুদ আজাহারকে ছেড়ে দিতে বাধ্য হয় তৎকালীন ভারত সরকার।
Be the first to comment